বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তার সর্বাধিক সমাদৃত রেডমি এ সিরিজ লাইনআপে সম্পূর্ণ নতুন সংযোজন রেডমি ৭এ বাজারে নিয়ে এসেছে।
রেডমি ৬এ-এর উপর সামগ্রিক আপগ্রেড নিয়েই রেডমি ৭এ বাজারে এসেছে। ১১,৪৯৯ টাকার এই ফোনে রয়েছে সনি আইএমএক্স ৪৮৬ সেন্সর সম্পন্ন ১২ মেগাপিক্সেল ক্যামেরা, শক্তিশালী কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৪৩৯ চিপসেট, ৪০০০এমএএইচ-এর বড় ব্যাটারি, এবং ডিভাইসটি ম্যাট ফিনিশ ইউনিবডি ডিজাইন সমৃদ্ধ।
পণ্যের মানের উপর সর্বাধিক গুরুত্ব দেয়া শাওমি তার গ্রাহকদের জন্য একটি হাই কোয়ালিটি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে। কোয়ালিটি নিশ্চিত করার জন্য কোম্পানিটি বিভিন্ন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। বেশকিছু উদ্ভাবনী বিক্রয়োত্তর সেবা উদ্যোগ এসব পদক্ষেপের অন্তর্ভুক্ত এবং রেড কোয়ান্টা রিসার্চের রিপোর্ট অনুযায়ী শাওমি’কে বিক্রয়োত্তর সেবায় শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডগুলোর অন্যতম হিসেবে পরিচিত করে তুলেছে। ব্র্যান্ডটি রেডমি ৭এ-এর সাথে দুই বছরের ওয়্যারেন্টিও দিচ্ছে এবং গ্রাহকদের জন্য দীর্ঘস্থায়ী সেবা ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ