বাংলাদেশের প্রেক্ষাপটে সহিংস-উগ্রবাদ প্রতিরোধে দুই দিনব্যাপী ‘সম্প্রীতি উৎসব ২০১৯’ এর উদ্বোধন হলো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ক্যাপিটাল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমজিএফ’র নির্বাহী পরিচালক শাহীন আনাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে তরুণরা যেন উগ্রবাদে প্ররোচিত না হয়ে যৌক্তিক অবস্থান গ্রহণ করতে পারে- এ উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমজিএফ’র ‘সম্প্রীতি’ প্রকল্প। এবারের এ উৎসবের শ্লোগান হচ্ছে ‘সম্প্রীতিতে গড়ি সুন্দর বাংলাদেশ’।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিলো স্টল প্রদর্শনী, অনুপ্রেরণাম‚ লক বক্তব্য ও অনুষ্ঠান এবং কনসার্ট। এছাড়াও, আয়োজনের অংশ হিসেবে ছিলো বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পৃথক গোলটেবিল আলোচনা।
এমজেএফ বাংলাদেশের জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ২০০২ সাল থেকে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এমজেএফ- এর সকল কর্মসূচী বাংলাদেশের সংবিধান, জাতীয় শুদ্ধাচার কৌশল (২০১২), সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০) এবং টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ এর সাথে ধারণা ও কৌশলগতভাবে সম্পর্কযুক্ত। এরই ধারাবাহিকতায় এমজেএফএর ‘যুব ও সামাজিক সংহতি’ কার্যক্রমের আওতায় সম্প্রীতি প্রকল্পটি সহিংস-উগ্রবাদ প্রতিরোধে ঢাকার ছয়টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সহনশীলতা, পরম সহিষ্ণুতা, ভিন্নতা গ্রহণের মানসিকতা ও মননশীলতা চর্চার মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠায় কাজ করছে।
শুক্রবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্র্যান্সন্যাশনাল ও ক্রাইম (সিটিটিসি)- এর প্রধান মো. মনিরুল ইসলাম।
শুক্রবারও উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ