স্বল্প আয়োজনের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়িক যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গো-বাই। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
“Quality is our priority” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। মানসম্পন্ন প্রোডাক্ট ও সার্ভিস পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। অটোমবাইল/মোটরবাইক, জুয়েলারি, ক্লথিং, বেবি প্রোডাক্ট, মোবাইল এক্সেসরিজ সহ মোট ১৪টি ক্যাটাগরির পণ্য কেনা যাবে সাইট থেকে।
প্রতিষ্ঠানের প্রধান বলেন, “মানসম্পন্ন পণ্য ও সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গো বাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। আর তাই আমরা জোর দিচ্ছি গুণগত মান ও ডেলিভারি সার্ভিসের ওপর।”
তিনি আরও বলেন, “এই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ই- কমার্স সাইটগুলো বড় ভূমিকা রাখতে পারে। গ্রাহকগণ অনলাইন কেনাকাটায় আগ্রহী হলে বাইরে যাওয়ার প্রবণতা কমবে ফলে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে।”
গ্রাহকদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এবং কাস্টমার স্যাটিসফেকশনের ওপর দৃষ্টি দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় গো-বাই-এর।  
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        