ঢাকায় নতুন অফিস উদ্বোধন করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে নতুন অফিসটি বাংলাদেশে কম্পানির দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করবে।
২০১৭ সালে ঢাকায় তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪০ জন।
এটি একটি গ্লোবাল, পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ এবং মিডিয়া টেক প্ল্যাটফর্ম যা উদ্ভাবনী, ডেটা-নির্ভর, এবং প্রভাবশালী ডিজিটাল বিজ্ঞাপন সমাধান প্রদান করে।
বাংলাদেশসহ আরও ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে।
বিডি প্রতিদিন/এমআই