ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান CarryBee মাত্র দুই মাসেই দেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা চালু করেছে। ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের মধ্যে এটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
ঢাকা থেকে অন্যান্য জেলায় এয়ার কার্গো ব্যবহারে "মিড-মাইল" ডেলিভারি করছে প্রতিষ্ঠানটি। খুব শিগগিরই এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসে নির্দিষ্ট জেলায় একইদিনে হোম ডেলিভারি চালুর পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে- দ্রুত হোম ডেলিভারি, লাইভ ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, ১০০% নিরাপত্তা, রিটার্ন-এক্সচেঞ্জ সুবিধা ও মাল্টি-স্টোর পিকআপ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ