বিলাসবহুল পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক আতিথেয়তা শিল্পের অভিজ্ঞ পেশাদার ডেভিড ও’হ্যানলন।
বিশ্বজুড়ে দীর্ঘ কর্মজীবনে ডেভিড ও’হ্যানলন নেতৃত্ব দিয়েছেন মারিয়ট, শেরাটন, দুশিত, হিলটন ও সুইস-বেলহোটেল ইন্টারন্যাশনালের মতো খ্যাতনামা হোটেল ব্র্যান্ডে। তিনি কৌশলগত দৃষ্টিভঙ্গি, অপারেশনাল উৎকর্ষতা এবং অতিথি সন্তুষ্টি বৃদ্ধির ক্ষেত্রে সুপরিচিত।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় দায়িত্ব গ্রহণের পর তিনি হোটেলের ২২৬টি কক্ষ, দুটি বলরুম, নয়টি বৈঠক কক্ষ এবং পাঁচটি আন্তর্জাতিকমানের রেস্তোরাঁসহ সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে থাকবেন। তার নেতৃত্বে হোটেলটি পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
ডেভিডের নেতৃত্বের ধরন ফলমুখী, স্থির এবং উদ্ভাবনী। তিনি সবসময়ই অতিথি, কর্মচারী এবং স্টেকহোল্ডারদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেন।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা মনে করছে, ডেভিড ও’হ্যানলনের নিয়োগ হোটেলটির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছে। তার নেতৃত্বে হোটেলটি দেশি-বিদেশি বিলাসবহুল ভ্রমণপিপাসুদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
বিডি প্রতিদিন/এমআই