দেশবন্ধু গ্রুপের উৎপাদিত পণ্য বিশ্বের ৪০ দেশে রপ্তানি হচ্ছে। উৎপাদিত পণ্যের মধ্যে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত ম্যাংগো জুস প্রতি মাসে আমেরিকাসহ আরো কয়েকটি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। এ ধারাবাহিকতায় গত ১৫ জুলাই আমেরিকার সামুয়াতে দেশবন্ধু ম্যাংগো জুসের বড় চালান পাঠানো হয়েছে।
দেশবন্ধু গ্রুপ বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে সুগার মিল, সিমেন্ট মিল, রাইস মিল, টেক্সটাইল মিল, পলিমার, প্যাকেজিং, ফুড ও বেভারেজ, কনজ্যুমার ও এগ্রো প্রোডাক্টসসহ মোট ৩৫টি অঙ্গপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড'র চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান। তিনি জানান, আমরা বর্তমানে প্রায় ৪০টিরও বেশি দেশে দেশবন্ধু পন্য রপ্তানি করছি। আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। ২০২৬ সালের মধ্যে আমারা প্রায় ১০০টি দেশে আমাদের পন্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি।
দেশবন্ধু গ্রুপ বিগত কয়েক দশক ধরে দেশের বাজারে চিনি, সিমেন্ট, কোমল পানীয় ও ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি সয়াবিন তেল, সরিষার তেল, চাল, মসুর ডাল, বুটের ডাল, মটর ভাজা, ইসবগুলের ভূষি, টেস্টিং সল্ট, আটা, ময়দা, সুজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে।
২০১৭ সাল থেকে দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেড ম্যাংগো ড্রিংক, লিচি ড্রিংক, পাইনআপেল ড্রিংক, এনার্জি ড্রিংক এবং অন্যান্য সিএসডিপণ্যসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বিদেশে রপ্তানি করে আসছে। প্রতিষ্ঠানটি নতুন নতুন দেশে রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ