বর্ষাকাল প্রকৃতির এক অনন্য রূপ। এ ঋতুতে সবুজে ভরে ওঠে চারপাশ, বাতাসে মিশে থাকে মাটির গন্ধ। তবে, এ সৌন্দর্যের মাঝেও আমাদের দৈনন্দিন জীবনে আসে কিছুটা ভোগান্তি, বিশেষত চলাফেরার ক্ষেত্রে। কাদা-পানিতে ভরা রাস্তা, স্যাঁতসেঁতে পরিবেশ, আর হঠাৎ বৃষ্টির ঝাপটায় আমরা পড়ে যাই অস্বস্তির মুখে। আর এসব সমস্যা থেকে বাঁচতে সবচেয়ে কার্যকরী প্রস্তুতির একটি হলো সঠিক জুতার ব্যবহার।
বৃষ্টির দিনে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য নতুন জুতা কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। যেমন, জুতাটি হওয়া দরকার ওয়াটারপ্রুফ, যাতে এর ভেতর দিয়ে পানি বা কাদা পায়ে না প্রবেশ করতে পারে। এক্ষেত্রে প্লাস্টিক, রাবার কিংবা সিনথেটিক ধরনের উপকরণ দিয়ে তৈরি জুতা হবে আদর্শ। কারণ এসব জুতা পানিতে ভিজে না এবং দ্রুত শুকিয়ে যায়, ফলে স্যাঁতসেঁতে ভাব থাকে না।
বর্ষা মৌসুমকে কেন্দ্র করে বাজারে পাওয়া যায় নানা রকম পানি নিরোধক জুতা। এসব জুতা বৃষ্টির দিনে বা স্যাঁতসেঁতে পরিবেশে পরার জন্য আদর্শ। ইভিএ স্পোর্টস স্যান্ডেল হতে পারে এক্ষেত্রে একটি দুর্দান্ত বিকল্প। এ ধরনের জুতা হালকা, আরামদায়ক, পানি প্রতিরোধী এবং এতে ভালো গ্রিপও থাকে।
এই ধরনের বিকল্পের পাশাপাশি বাজারে এখন কিছু নতুন ব্র্যান্ডও জায়গা করে নিচ্ছে। বাটার ফ্লোটজ জুতা বর্ষাকালের জন্য ডিজাইন করা হলেও এগুলোর আধুনিক রূপ, হাল ফ্যাশনের সঙ্গে মানানসই এবং দৈনন্দিন ব্যবহারে যথেষ্ট আরামদায়ক। বর্ষা উপযোগী হলেও এগুলো অফিস, বাইরে ঘোরা বা সাধারণ চলাফেরাতেও ব্যবহারযোগ্য। পানি নিরোধক, হালকা এবং ট্রেন্ডি ডিজাইনের সমন্বয়ে তৈরি এসব জুতা একদিকে যেমন সুরক্ষা দেয়, অন্যদিকে শহুরে জীবনের গতির সঙ্গেও তাল মিলিয়ে চলার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্যদায়ক।
বিডি প্রতিদিন/এমআই