র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরে দিদার বাহিনীর প্রধান দিদারুল আলম দিদার নিহত হয়েছে। (আজ) বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধন্যাপুর গ্রামের টাওয়ার মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত দিদার স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান ও শফিকুল্লাহ ফরাজীর ছেলে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, টহলররত র্যাবের উপস্থিতি দেখে স্থানীয় দিদার বাহিনীর সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় র্যাব সদস্যরা ও পাল্টা গুলি ছোঁড়ে। আধা ঘন্টাব্যাপী থেমে থেমে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব। সকালে পুলিশ দিদার বাহিনীর প্রধান দিদারুল আলম দিদারের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, নিহত দিদার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, লুট, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
এ দিকে নিহত দিদারের পরিবারের সদস্যদের সদর হাসপাতালের সামনে আহাজারি করতে দেখা গেছে। এ সময় নিহতের স্ত্রী মমতাজ বেগম সুমী বলেন, গত মঙ্গলবার গভীর রাতে দিদারের নানার বাড়ী চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর বড়বাড়ী থেকে র্যাবের পোশাকে মুখোশপরা ৪/৫ জন লোক দিদারকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সকালে দিদারের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে খবর পেয়ে তারা ছুটে আসেন।