খুলনা জেলার চুকনগরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে চুকনগর-খুলনা মহাসড়কের বটতলায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (৩০)। তিনি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে চুকনগর থেকে খুলনায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মহাসড়কের পাশে একটি টার্নিং পিলারের সঙ্গে ধাক্কা লেগে ইলিয়াস হোসেন রাস্তার উপর ছিটকে পড়েন। এতে তার মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে চুকনগরের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।