রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মন্দিরে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

শ্যামা পূজাকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জে কালীমন্দিরে গতকালও উত্তেজনা বিরাজ করছে। পুলিশের বিরুদ্ধে একটি পক্ষের কাছ থেকে টাকা নিয়ে অপরপক্ষের লোকদের মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ওই মন্দিরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ও কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। ঢেমঢেমি কালীর মন্দিরে জোগাড়ি চৈতুরাম সরকার জানান, মন্দিরের সেবায়েত নিয়ে ওই গ্রামের ধনেশ্বর সরকার ও তার কাকা জগদীশ সরকারের বিরোধ রয়েছে। আদালতের রায় আছে ধনেশ্বরের পক্ষে। বৃহস্পতিবার রাতে বীরগঞ্জের ইউএনও ও ওসি মন্দিরে আসেন। এ সময় তাঁরা পূজা দিতে আসা ভক্তদের দেওয়া দানবাঙ্ জগদীশকে দিতে বলেন। ধনেশ্বরের লোকজন তা দিতে অস্বীকার করলে পুলিশ ও জগদীশের লোকজন ধনেশ্বরের পরিবারের সদস্যদের মারধর করেন। এতে ধনেশ্বর, তাঁর ছোট ভাই পরমেশসহ ১০ জন আহত হন। তবে টাকা নিয়ে একটি পক্ষের কাজ করার অভিযোগ অস্বীকার করে ওসি জানান, প্রসাশন চেয়েছে সবাই মিলে একসঙ্গে পূজা করুক। সেই লক্ষ্যে পুলিশ দায়িত্ব পালন করেছে। কাউকেও মারধর করেনি।

সর্বশেষ খবর