ভ্যাটিকানের এক ঊর্ধ্বতন যাজকের বিরুদ্ধে মানি-লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। ইতালির নাগরিক মনসিগনর নানজিও স্কেরানোর বিরুদ্ধে ভ্যাটিকানের এক ব্যাংকের মাধ্যমে ইতালিতে প্রায় ২৬ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ আনা হয়। এ অভিযোগে ইতোমেধ্যে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। বর্তমানে তিনি গৃহবন্দী আছেন।
গত বছর ধারাবাহিকভাবে আর্থিক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর পোপ ফ্রান্সিস ব্যাংকিং কার্যক্রম তদন্তে একটি কমিশন গঠন করেন। এরপরই অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে যাজক স্কেরানোর বিরুদ্ধে। সূত্র: বিবিসি।