নাটোরের বড়াইগ্রামের সেই রেজুর মোড়ে ফের ঘটলো দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে দুই ট্রাকের সংঘর্ষে ফাগুন হোসেন (১৮) নামে একজন নিহত ও চালকসহ আরো দুজন আহত হয়েছেন। এই স্থানেই ২০ অক্টোবর বাস দুর্ঘটনায় ৩৬ যাত্রী নিহত ও ৬৭ জন আহত হন।
বগুড়ায় নিহত ২ : বগুড়ার মহাস্থান বাজার থেকে সবজি বিক্রি করে ফেরার পথে শুক্রবার দুপুরে যাত্রীবাহী কোচের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আব্দুল গণি ও নান্নু মিয়া নামে দুজন। হাতিবান্ধা নামক স্থানে কোচের ধাক্কায় তাদের বহনকারি পরিবহনটি সড়কের পাশে উল্টে গেলে তাদের মৃত্যু হয়। গাজীপুরে কার যাত্রী : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকার যাত্রী আলহাজ নুরুল আমিন নিহত এবং ২জন আহত হয়েছেন। বোয়ালমারীতে মোটরসাইকেল আরোহী : ফরিদপুরের বোয়ালমারী মহিলা কলেজ সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে শুক্রবার বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শুকুর ফকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।