রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আন্দোলন এড়াতে দেশে নেই নেতারা

আন্দোলন এড়াতে দেশে নেই নেতারা

নরসিংদীতে বিএনপির টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতে জেলার বেশ কয়েকজন শীর্ষ নেতার দেখা মিলছে না। দলীয় সূত্র মতে, আন্দোলনে মামলাসহ প্রশাসনের বিভিন্ন জটিলতা এড়াতে তারা বিদেশে গা ঢাকা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী ও জেলা বিএনপির সহ-সভাপতি রায়পুরা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল আহমেদ চৌধুরী। আন্দোলন সংগ্রামে শীর্ষ নেতাদের অনুপস্থিতি তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ এবং মাঝে মাঝে হরতাল আহ্বান করছে। অনুসন্ধানে জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার গত বছরের ২৬ ডিসেম্বর থেকে আমেরিকা অবস্থান করছেন। আন্দোলন শুরু হলেও গতকাল পর্যন্ত তিনি দেশে ফেরেননি। জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরীর গত বছরের ২৭ ডিসেম্বর সৌদি আরবে যান। গত মাসে এক সপ্তাহের জন্য দেশে আসলেও গত ২ ফেব্রুয়ারি আবার সেখানে চলে যান। এদিকে গত রবিবার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সিঙ্গাপুর গেলেও বিএনপির ডাকা হরতাল অবরোধের টানা ৫২ দিনের আন্দোলনে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দল এখন কঠিন সংকট অতিক্রম করছে। আমাদের এই সংগ্রামে বিজয় অর্জন করতেই হবে। এই লক্ষ্য নিয়েই দলের নেতা-কর্মীরা রাজপথে কাজ করছেন। আমরা মাঠে আন্দোলন করে একের পর এক মামলার আসামি হচ্ছি আর কিছু নেতা আন্দোলন এড়াতে বিদেশ ভ্রমণ করছেন, তা মেনে নেওয়া হবে না।

 

 

সর্বশেষ খবর