গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুয়েল ফকির (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বর্ষাপাড়া গ্রামে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে। নিহতের ভাই সোহেল ও মনির জানান, জুয়া খেলার অপরাধে জুয়েলকে পুলিশ পিটিয়ে ও পা দিয়ে মাড়িয়ে হত্যা করেছে। পুলিশের নির্যাতনেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। যেসব পুলিশ সদস্য তাদের ভাইকে পিটিয়ে মেরেছেন তাদের শাস্তি দাবি করেছেন জুয়েলের বোন রাশিদা বেগম। পুলিশের দাবি, বর্ষাপাড়া গ্রামে একদল যুবক জুয়া খেলছে- স্থানীদের দেওয়া এমন খবরে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে যে যার মতো পালানোর চেষ্টা করে জুয়াড়িরা। এ সময় পা পিছলে জুয়েল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে পুকুরে পড়ে যায়। আহত অবস্থায় কোটালীপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, জুয়েলকে পুলিশসহ কয়েকজন লোক দুপুরে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমরা চিকিৎসা দিতে পারিনি। লাশের কপালে ও পায়ের নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, পুলিশের বিরুদ্ধে স্থানীয় লোকজন ও জুয়েলের পরিবারের সদস্যরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। জুয়া খেলার অপরাধে পুলিশ কাউকে মারপিট করে না। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ&
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর