রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুয়েল ফকির (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বর্ষাপাড়া গ্রামে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল ওই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে। নিহতের ভাই সোহেল ও মনির জানান, জুয়া খেলার অপরাধে জুয়েলকে পুলিশ পিটিয়ে ও পা দিয়ে মাড়িয়ে হত্যা করেছে। পুলিশের নির্যাতনেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে। যেসব পুলিশ সদস্য তাদের ভাইকে পিটিয়ে মেরেছেন তাদের শাস্তি দাবি করেছেন জুয়েলের বোন রাশিদা বেগম। পুলিশের দাবি, বর্ষাপাড়া গ্রামে একদল যুবক জুয়া খেলছে- স্থানীদের দেওয়া এমন খবরে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে যে যার মতো পালানোর চেষ্টা করে জুয়াড়িরা। এ সময় পা পিছলে জুয়েল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে পুকুরে পড়ে যায়। আহত অবস্থায় কোটালীপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, জুয়েলকে পুলিশসহ কয়েকজন লোক দুপুরে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমরা চিকিৎসা দিতে পারিনি। লাশের কপালে ও পায়ের নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, পুলিশের বিরুদ্ধে স্থানীয় লোকজন ও জুয়েলের পরিবারের সদস্যরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। জুয়া খেলার অপরাধে পুলিশ কাউকে মারপিট করে না। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর