কিশোরগঞ্জের কটিয়াদীতে ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী ব্যবসায়ী আশরাফ ফরাজি। ওসির হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান। আশরাফ সাংবাদিকদের এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার দাবি করেন। মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আশরাফ ফরাজি জানান, গত ৮ জুন রাতে ওসির কথা বলে কটিয়াদী থানার এসআই আহসান হাবিব তাকে থানায় ডেকে নেন।
সেখানে তার কেনা ১৯ শতাংশ জামির অর্ধেক শেয়ার কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে দেওয়ার জন্য চাপ দেন। তিনি রাজি না হলে তারা নানাভাবে ভয়ভীতি দেখান ও গালাগাল করেন। খবর পেয়ে তার ভাই রফিকসহ পরিবারের লোকজন থানায় গেলে এসআই হাবিব পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্যথায় মামলায় ফাঁসানোর হুমকি দেন। রাতেই তার ভাই দুই লাখ টাকা পুলিশকে দেন। বাকি তিন লাখ টাকা ও পৌরমেয়রকে জমির শেয়ার রাখার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন তিনি এ বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ খবরে তাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কৌশলে তিনি পালিয়ে এসে কিশোরগঞ্জ আদালতে কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম, এসআই আহসান হাবিব ও পৌরমেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে আসামি করে মামলা করেন। মেয়র দিলীপ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ওসি হেদায়েতুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অসৎ উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে।
শিরোনাম
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
- সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেপ্তার
ওসির নামে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর