কিশোরগঞ্জের কটিয়াদীতে ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী ব্যবসায়ী আশরাফ ফরাজি। ওসির হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান। আশরাফ সাংবাদিকদের এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে এর প্রতিকার দাবি করেন। মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আশরাফ ফরাজি জানান, গত ৮ জুন রাতে ওসির কথা বলে কটিয়াদী থানার এসআই আহসান হাবিব তাকে থানায় ডেকে নেন।
সেখানে তার কেনা ১৯ শতাংশ জামির অর্ধেক শেয়ার কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে দেওয়ার জন্য চাপ দেন। তিনি রাজি না হলে তারা নানাভাবে ভয়ভীতি দেখান ও গালাগাল করেন। খবর পেয়ে তার ভাই রফিকসহ পরিবারের লোকজন থানায় গেলে এসআই হাবিব পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্যথায় মামলায় ফাঁসানোর হুমকি দেন। রাতেই তার ভাই দুই লাখ টাকা পুলিশকে দেন। বাকি তিন লাখ টাকা ও পৌরমেয়রকে জমির শেয়ার রাখার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন তিনি এ বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এ খবরে তাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কৌশলে তিনি পালিয়ে এসে কিশোরগঞ্জ আদালতে কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম, এসআই আহসান হাবিব ও পৌরমেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপকে আসামি করে মামলা করেন। মেয়র দিলীপ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ওসি হেদায়েতুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অসৎ উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
ওসির নামে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন বাদী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর