সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আটজনের দুদিনের রিমান্ড

কচুয়ায় বিদ্যালয়ে হামলা

চাঁদপুরের কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আটজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসের আদালতে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ আগস্ট রাতে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোজাম্মেল, পপি আক্তার, আলাউদ্দিন, সবুজ ও অজিউল্লাহকে আটক করে। পরদিন সোমবার বিকালে প্রধান আসামি ফারুক, লিটন ও মনিরকে আটক করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ- স্থানীয় যুবলীগ কর্মী ফারুক, লিটন ও মনিরসহ একদল যুবক ১৪ আগস্ট রাতে স্কুলে এসে ১৫ আগস্টের অনুষ্ঠান করার জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ১৬ আগস্ট স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে ও বাজার এলাকায় মিছিল করলে যুবলীগ কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর