সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

বিভিন্ন স্থানে আরও ৮

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে দুই বাসের সংঘর্ষে চারজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। বরিশালে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচ জেলায় মারা গেছেন আরও পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানালঘাটে গতকাল দুই বাসের সংঘর্ষে চারজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- দুই বাসের চালক আবু শামা ও জাকির হোসেন এবং দুই যাত্রী মানিকগঞ্জ জেলার আব্দুর রহিম ও আজগর আলী। আহতদের মধ্যে ১৩ জনকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১২ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বরিশালে কনস্টেবলসহ ৩ : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল তিনজন নিহত হয়েছেন। গৌরনদী বাসস্ট্যান্ডে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাইওয়ে পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম, অটোরিকশা যাত্রী গৌরনদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা শরীফ ও স্থানীয় ব্যবসায়ী সিরাজ। নোয়াখালীতে অটোচালক : হাতিয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক হৃদয় কুমার দাসের মৃত্যু হয়েছে। জাহাজমারা-নলচিরা সড়কের খাসেরহাট এলাকায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জে ব্যবসায়ী : নবীগঞ্জ উপজেলার মিনাজপুরে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গতকাল ব্যবসায়ী বিমল পাল নিহত হয়েছেন। বিমলের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বাগেরহাটে যুবক : জেলা শহরের পুরাতন বাজার এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক হাসান নিহত হয়েছেন। তিনি কচুয়া উপজেলার দক্ষিণ মাধবকাঠি গ্রামের কাশেমের ছেলে। রংপুরে কৃষক : পীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়া মাইক্রোবাস চাপায় কৃষক আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল পীরগঞ্জের দুবরাজপুরে আবুল কাশেমের ছেলে। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে আপেল মাহমুদ নামে এক ট্রাকচলক নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর