পঞ্চগড়ের আটোয়ারীতে তিন বছরের এক শিশুকে হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল কোর্ট হাজতে গিয়ে শিশুটিকে মায়ের কোলে ঘুমাতে দেখা গেছে। বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের করা মামলায় ওই শিশুসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, সাইকেল মেকার হকিকুল ইসলাম প্রায় ২৭ বছর ধরে বোদা-আটোয়ারী সড়কের পাশে লীলার মেলা এলাকায় ঘর তুলে মেরামতের কাজ করে আসছেন। জায়গাটি বলরামপুর ইউনিয়ন পরিষদের। কয়েকদিন বন্ধ থাকার পর সম্প্রতি তিনি দোকান ঘরটি নতুন করে মেরামত করেন। এর কয়েকদিন পর বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের অফিস হিসেবে ব্যবহারের জন্য দোকান ঘরটির সামনে সাইনবোর্ড ও ভেতরে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে ঘরটিতে তালা লাগিয়ে দেন। গত ১৪ অক্টোবর হকিকুল তালা ভেঙে দোকানে ঢোকেন। একই দিন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী দোকানে ঢুকে নিজেরা বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকীন বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলার অভিযোগে হকিকুলসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন সন্ধ্যায় পুলিশ মোতালেব হোসেনের তিন বছরের ছেলে রাহাত হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যরা হলেন- হকিকুল ইসলাম, তার স্ত্রী সুলতানা, ছোট ভাই আব্দুল মোতালেব ও তার স্ত্রী রাজিয়া। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। বঙ্গবন্ধুর ছবি নিয়ে ছাত্রলীগের অপরাজনীতি দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলেছি।’ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘরটা পড়েই ছিল। এটা ইউনিয়ন পরিষদের জায়গা। এক মাস আগে আমরা সাইনবোর্ড তুলেছি এবং তালা লাগিয়েছি। শুনেছি হকিকুল ও তার পরিবার মিলে বঙ্গবন্ধুর ছবি অবমাননা করেছে। আটোয়ারী থানার ওসি শাহ আলম জানান, শিশুটিকে তার পরিবারের লোকজনই থানায় এনে দিয়েছে। জেলা পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ জানান, শিশু আটকের বিষয়টি জানি না। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ