বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেনীতে অগ্নিদগ্ধ ভূমি কর্মকর্তার মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীর ফাজিলপুরে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অগ্নদগ্ধ ভূমি উপ-সহকারী কর্মকর্তা শামছুল আলম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তার মৃত্যু হয়। শামছুলের বাড়ি লক্ষীপুর জেলায়। তিনি ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে শ্বশুর বাড়িতে থাকতেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার সদর (ভূমি) রাশেদুল কাদের ও সহকারী কমিশনার মোহাম্মদ আলী গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসান। সেখানে জব্দ করা হয় প্রায় ছয়শ ফুট পাইপসহ অন্য মালামাল। পেট্রল ঢেলে এসব মাল পোড়ানোর সময় ভ্রাম্যমাণ আদালতের সদস্য ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শামছুল আলম ও অফিস সহকারী তপন চন্দঅগ্নিদগ্ধ হন।

সর্বশেষ খবর