কুমিল্লার ১০৯ কিলোমিটার এলাকায় গত এক দশকে সাতটি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে এখন ধান মাড়াই ও গরু বাঁধার কাজ চলছে। স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। বন্ধ হওয়া স্টেশনগুলো হল— লাকসাম-নোয়াখালী রেল সড়কের দৌলতগঞ্জ, খিলা, নাথেপেটুয়া ও বিপুলাসার। লাকসাম-চট্টগ্রাম রেল সড়কের নাওটি। লাকসাম-আখাউড়া রেল সড়কের আলী শহর ও ময়নামতি। এছাড়া আরও ৫/৬টি স্টেশন বন্ধ হওয়ার পথে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনবল সংকটের কারণে অধিকাংশ রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এছাড়া ট্রেনের যাত্রী সেবার মান নিম্নমুখী হওয়ায় যাত্রীরা রেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কুমিল্লার আলী শহর রেল স্টেশন এলাকায় গিয়ে জানা যায়, স্টেশনটি এক দশক ধরে বন্ধ। সেখানে স্টেশনের প্লাটফর্মে স্থানীয়রা ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন। প্রায় একই অবস্থা অন্য স্টেশনগুলোর। কোনো কোনো স্টেশনে বাঁধা হচ্ছে গরু-ছাগল। আলী শহর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ বলেন, ‘যোগাযোগের সুবিধার জন্য স্টেশনের পাশে বাড়ি করেছিলাম। লম্বা হুইসেল বাজিয়ে ট্রেন থামতো আর ছাড়তো। যাত্রী উঠানামায় এলাকা সরগরম হয়ে উঠতো। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ। তাই বাড়ির পাশে স্টেশন থাকলেও আর ট্রেনে ভ্রমণ করা হয় না।’ স্টেশনটি পুনরায় চালু হলে এলাকাবাসী উপকৃত হতেন বলেও জানান তিনি। রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, কিছু স্টেশন জনবল সংকটের কারণে বন্ধ হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভালো বলতে পারবেন। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টাও করে তাকে পাওয়া যায়নি।
শিরোনাম
- প্রতিদিন ৪০ আত্মহত্যা: চামড়া ও চেহারার যুদ্ধ দক্ষিণ কোরিয়ায়
- ডেলিভারিম্যান সেজে তরুণীকে ধর্ষণ
- চীন নয়, আমিরাতও নয়- তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া!
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লায় এক দশকে সাত রেল স্টেশন বন্ধ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর