কুমিল্লার ১০৯ কিলোমিটার এলাকায় গত এক দশকে সাতটি রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এগুলোর মধ্যে এখন ধান মাড়াই ও গরু বাঁধার কাজ চলছে। স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। বন্ধ হওয়া স্টেশনগুলো হল— লাকসাম-নোয়াখালী রেল সড়কের দৌলতগঞ্জ, খিলা, নাথেপেটুয়া ও বিপুলাসার। লাকসাম-চট্টগ্রাম রেল সড়কের নাওটি। লাকসাম-আখাউড়া রেল সড়কের আলী শহর ও ময়নামতি। এছাড়া আরও ৫/৬টি স্টেশন বন্ধ হওয়ার পথে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনবল সংকটের কারণে অধিকাংশ রেল স্টেশন বন্ধ হয়ে গেছে। এছাড়া ট্রেনের যাত্রী সেবার মান নিম্নমুখী হওয়ায় যাত্রীরা রেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কুমিল্লার আলী শহর রেল স্টেশন এলাকায় গিয়ে জানা যায়, স্টেশনটি এক দশক ধরে বন্ধ। সেখানে স্টেশনের প্লাটফর্মে স্থানীয়রা ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন। প্রায় একই অবস্থা অন্য স্টেশনগুলোর। কোনো কোনো স্টেশনে বাঁধা হচ্ছে গরু-ছাগল। আলী শহর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ বলেন, ‘যোগাযোগের সুবিধার জন্য স্টেশনের পাশে বাড়ি করেছিলাম। লম্বা হুইসেল বাজিয়ে ট্রেন থামতো আর ছাড়তো। যাত্রী উঠানামায় এলাকা সরগরম হয়ে উঠতো। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ। তাই বাড়ির পাশে স্টেশন থাকলেও আর ট্রেনে ভ্রমণ করা হয় না।’ স্টেশনটি পুনরায় চালু হলে এলাকাবাসী উপকৃত হতেন বলেও জানান তিনি। রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, কিছু স্টেশন জনবল সংকটের কারণে বন্ধ হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভালো বলতে পারবেন। বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টাও করে তাকে পাওয়া যায়নি।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
কুমিল্লায় এক দশকে সাত রেল স্টেশন বন্ধ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর