সিরাজগঞ্জ ও নওগাঁয় খুন হয়েছেন দুই গৃহবধূ। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে দুটি হত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী পশ্চিমপাড়ায় নুরজাহান খাতুন নামে এক গৃহবধূকে স্বামী ও তার সহযোগী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। রবিবার রাতে পুলিশ রক্তাক্ত অবস্থায় পশ্চিমপাড়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নুরজাহানের স্বামী বাবলু দুই শিশুসন্তানসহ পলাতক। এদিকে নওগাঁয় খুন হয়েছেন সাজেদা আক্তার সাথী নামে এক গৃহবধূ। স্বজনদের অভিযোগ, স্বামী দেলোয়ার ও শ্বশুরবাড়ির লোকজন সাথীকে হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় উপজেলার নয়াদিল গ্রাম থেকে গতকাল তাছলিমা আক্তার নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে। রবিবার রাত থেকে তাছলিমা নিখোঁজ ছিল। কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।