শিয়াল মারার ফাঁদে মেছো বাঘ
মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার একটি মুরগির খামারে শিয়াল মারার ফাঁদে আটকা পড়েছে বিরল প্রজাতির মেছো বাঘ। খামার মালিক গতকাল সকালে মুরগির বাচ্চাদের খাবার দিতে গিয়ে বাঘটি দেখতে পান। বাঘটি দেখতে ভিড় করেন উত্সুক জনতা। —মুন্সীগঞ্জ প্রতিনিধি
নগ্নছবি দেখিয়ে চাঁদাবাজিবোনের নগ্নছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন দুই যুবক ইমন মীর ও আবুল বাশার। ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর গ্রামে। কালকিনি থানায় করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রবিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। ইমন ও বাশার সাহেবরামপুরের বাসিন্দা। —কালকিনি প্রতিনিধি
ছিনতাইকালে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সারিয়াকান্দিতে ব্যবসায়ীর সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার পর সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটক আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। সারিয়াকান্দি থানার এসআই মশিউর রহমান জানান, ছিনতাইকালে আওয়ামী লীগ নেতাকে জনগণ আটক করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। —নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ফাঁদে মেছো বাঘ
মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার একটি মুরগির খামারে শিয়াল মারার ফাঁদে আটকা পড়েছে বিরল প্রজাতির মেছো বাঘ। খামার মালিক গতকাল সকালে মুরগির বাচ্চাদের খাবার দিতে গিয়ে বাঘটি দেখতে পান। বাঘটি দেখতে ভিড় করেন উত্সুক জনতা। —মুন্সীগঞ্জ প্রতিনিধি
বখাটের কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিং করায় কাউছার (১৮) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলু রায় এ দণ্ডাদেশ প্রদান করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) সরাফত উল্লাহ জানান, ৯ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উক্ত্যক্ত করে আসছিল কাউছার। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এইচআর মডেল হাইস্কুল ও আলহাজ হাবিবুর রহমান হারেজ কিন্ডরগার্টেনের জেএসসি ও পিএসসি পরীক্ষায় এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন মু. হাবিবুর রহমান হারেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মো. আবু বকর সিদ্দিকি। বিশেষ অতিথি ছিলেন, সদর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আবু হোসেন ভূঁইয়া রানু। —রূপগঞ্জ প্রতিনিধি