রাজশাহীর চারঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৮ মে। মোহনপুর উপজেলায় ৪ জুন। দুই উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। প্রার্থীরা ভোট চাইতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মোহনপুরের রায়ঘাটী ইউনিয়নে বিএনপির প্রার্থী উজ্জ্বল হোসেন জানান, আগের নির্বাচনগুলোর মতো অবস্থা মোহনপুরে নেই। তিনি প্রচারণা চালাতে বাধা পাচ্ছেন না। আর বাকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুব আর রশিদ জানান, তিনি কোথাও আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে বাধা পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিএনপি কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করছে না। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, কোনো দলের কর্মী যাতে হয়রানির শিকার না হন, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন সেজন্য তারা সতর্ক আছেন। এ নিয়ে সব দলের সঙ্গে বৈঠকও করেছেন। চারঘাটের নিমপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুল কুদ্দুস পলাশ জানান, তিনি নির্বাচন নিয়ে আতঙ্কিত নন। সব প্রার্থী নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের সমর্থকরা প্রতীক বরাদ্দের আগে বাধা দিয়েছিলেন। তবে এখন তিনি নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। শলুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী জিয়াউল হক মাসুম জানান, ভোট নিয়ে তার মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না। গতকাল পোস্টার সাঁটানো নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তিনি নিজে পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ তত্ক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করলে ভোটের আমেজ শেষ পর্যন্ত ভালো থাকবে বলে তিনি মনে করেন। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণচন্দ্র বর্মণ জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে এমন কাউকে তারা ছাড় দেবেন না।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা