রাজশাহীর চারঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৮ মে। মোহনপুর উপজেলায় ৪ জুন। দুই উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। প্রার্থীরা ভোট চাইতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মোহনপুরের রায়ঘাটী ইউনিয়নে বিএনপির প্রার্থী উজ্জ্বল হোসেন জানান, আগের নির্বাচনগুলোর মতো অবস্থা মোহনপুরে নেই। তিনি প্রচারণা চালাতে বাধা পাচ্ছেন না। আর বাকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুব আর রশিদ জানান, তিনি কোথাও আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে বাধা পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিএনপি কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করছে না। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, কোনো দলের কর্মী যাতে হয়রানির শিকার না হন, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন সেজন্য তারা সতর্ক আছেন। এ নিয়ে সব দলের সঙ্গে বৈঠকও করেছেন। চারঘাটের নিমপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুল কুদ্দুস পলাশ জানান, তিনি নির্বাচন নিয়ে আতঙ্কিত নন। সব প্রার্থী নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের সমর্থকরা প্রতীক বরাদ্দের আগে বাধা দিয়েছিলেন। তবে এখন তিনি নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। শলুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী জিয়াউল হক মাসুম জানান, ভোট নিয়ে তার মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না। গতকাল পোস্টার সাঁটানো নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তিনি নিজে পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ তত্ক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করলে ভোটের আমেজ শেষ পর্যন্ত ভালো থাকবে বলে তিনি মনে করেন। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণচন্দ্র বর্মণ জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে এমন কাউকে তারা ছাড় দেবেন না।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
চারঘাট ও মোহনপুরে নির্বিঘ্ন প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর