রাজশাহীর চারঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ২৮ মে। মোহনপুর উপজেলায় ৪ জুন। দুই উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেছে। প্রার্থীরা ভোট চাইতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। মোহনপুরের রায়ঘাটী ইউনিয়নে বিএনপির প্রার্থী উজ্জ্বল হোসেন জানান, আগের নির্বাচনগুলোর মতো অবস্থা মোহনপুরে নেই। তিনি প্রচারণা চালাতে বাধা পাচ্ছেন না। আর বাকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুব আর রশিদ জানান, তিনি কোথাও আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে বাধা পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিএনপি কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করছে না। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, কোনো দলের কর্মী যাতে হয়রানির শিকার না হন, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন সেজন্য তারা সতর্ক আছেন। এ নিয়ে সব দলের সঙ্গে বৈঠকও করেছেন। চারঘাটের নিমপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুল কুদ্দুস পলাশ জানান, তিনি নির্বাচন নিয়ে আতঙ্কিত নন। সব প্রার্থী নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগের সমর্থকরা প্রতীক বরাদ্দের আগে বাধা দিয়েছিলেন। তবে এখন তিনি নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। শলুয়া ইউনিয়নে বিএনপির প্রার্থী জিয়াউল হক মাসুম জানান, ভোট নিয়ে তার মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না। গতকাল পোস্টার সাঁটানো নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তিনি নিজে পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ তত্ক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে। এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করলে ভোটের আমেজ শেষ পর্যন্ত ভালো থাকবে বলে তিনি মনে করেন। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণচন্দ্র বর্মণ জানান, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পারে এমন কাউকে তারা ছাড় দেবেন না।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব