শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা
পুলিশ হেফাজতে মৃত্যু

যুবকের লাশ নিয়ে মিছিল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নিহত দ্বীন ইসলামের লাশ নিয়ে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকালে শহরের পূর্ব ভেলানগর এলাকার শত শত নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে নিহত দ্বীন ইসলামের মা সাবিয়া বেগম ও তার স্বজনরা গোয়েন্দা পুলিশের দুই দারোগার শাস্তি ও বিচার দাবি করেন। এর আগে কোর্ট রোড এলাকায় লাশ নিয়ে বিক্ষোভ-মিছিল করা হয়। মানববন্ধন শেষে হত্যার বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ১৯ মে ভোর অনুমান ৫টায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, এসআই খোকন চন্দ্র সরকার ও  এসআই আবদুল গাফ্ফারসহ পাঁচ পুলিশ কনস্টেবল নিয়ে দ্বীন ইসলামের বাড়িতে যায়। তারা দ্বীন ইসলামকে ঘুম থেকে উঠিয়ে হাতকড়া পরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। যাওয়ার সময় এসআই খোকন চন্দ্র সরকার তার মা সাবিয়া বেগমকে জানিয়ে যায় দুই লাখ টাকা দেওয়া না হলে তার ছেলেকে মেরে ফেলা হবে। খোকন চন্দ্রের কথা অনুযায়ী দাবিকৃত টাকা না দেওয়ায় দ্বীন ইসলামকে লোহার রড ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নিহতের পরিবার ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে তারা জেলা প্রশাসকের বরাবর দ্বীন ইসলাম হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে স্মারক লিপি প্রদান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর