বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রতিশোধের আগুনে জ্বলছে শার্শা, বাড়ি ছাড়া অনেকে

বেনাপোল প্রতিনিধি

প্রতিহিংসা ও প্রতিশোধের আগুনে জ্বলছে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম। শেষ ধাপের নির্বাচনে কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের হামলার শিকার হচ্ছে পরাজিত প্রার্থীর লোকজন। ক্ষেত্র বিশেষ দেখা গেছে উল্টো চিত্রও। ভোট না দেওয়ার কারণে শার্শার আমলাই গ্রামে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শার্শার নিজামপুর, গোগা, ডিহি, পুটখালী, কায়বা, বাহদুরপুর ইউনিয়নে বেশকিছু গ্রামে বিজয়ী ও পরাজিত প্রার্থীর হামলার শিকার হয়ে গত দুই দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। অর্ধশতাধিক লোক প্রাথমিক চিকিৎসা শেষে পালিয়ে বেড়াচ্ছেন। বাড়িছাড়া হয়েছেন কয়েক হাজার পুরুষ। খোঁজ নিয়ে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর লোকজনের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ভাঙচুর করছে। প্রতিপক্ষের দুই গ্রুপের মারামারির কারণে খোশমেজাজে আছেন জামায়াত-বিএনপির কর্মীরা। অভিযোগ রয়েছে, ডিহি ইউনিয়নে নৌকার সমর্থকরা তেবাড়িয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাদশা ও দুর্গাপুর গ্রামের পিরু হোসেনের ছেলে কামরুজ্জামানকে পিটিয়ে গুরুতর আহত করেছে। একই ইউনিয়নের করিমন নেছা সদস্য পদে তার ভাই খানজাহান আলীর পক্ষে কাজ করায় প্রতিপক্ষ তাকে বেধড়ক মারপিট করে হাসপাতালে পাঠিয়েছে। পুটখালি ইউনিয়নে নজরুল, কোরবান আলী সাইদুল ও আকবরের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এদের মধ্যে নজরুলের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর