শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশ পিটিয়ে পোশাক ছিঁড়ে ফেললেন যুবলীগ নেতা

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে সিগন্যাল দেওয়াকে কেন্দ্র করে রেজাউল করিম নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার পর পরিহিত পোশাক ছিঁড়ে ফেললেন যুবলীগ নেতা আহম্মেদ সুজন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সুজনের ব্যবহূত প্রাইভেটকার ও তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে ওই এলাকায় ট্রাফিক পুলিশের কনস্টেবল রেজাউল দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট থাকার কারণে বেশ কিছুক্ষণ সময় ঢাকা-ঘোড়াশাল সড়কে সিগন্যাল দিয়ে রাখেন। এতে সিগন্যালে আটকে থাকা গাজীপুর মহানগরের চান্না গ্রামের আবুল হোসেনের ছেলে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আহম্মেদ সুজন ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে রেজাউলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি রেজাউলকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মেরে তার হাতে থাকা সরকারি কাজে ব্যবহূত লাঠিটি জোরপূর্বক কেড়ে নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে তার পরিহিত পোশাকটি ছিঁড়ে ফেলেন। উপস্থিত জনতা যুবলীগ নেতার হাত থেকে আহত রেজাউলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান ও প্রাইভেটকারসহ (নং-ঢাকা মেট্রো-গ-৩৯-২১৯৮) সুজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রেজাউল ওই রাতেই গাজীপুর ট্রাফিক শাখার টঙ্গী বাজারস্থ কার্যালয়ে সাধারন ডায়েরি এবং শুক্রবার টঙ্গী মডেল থানায় একটি মামলা করেন। থানা পুলিশ আটককৃত যুবলীগ নেতাকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

 এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর