মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় আওয়ামী লীগ দলীয় এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১০ পলাতক আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছে আদালত। বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পাদন করা হবে। গতকাল টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া এ আদেশ দেন। আদালত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গত ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ এমপি রানাসহ ১৪ জনের বিরুদ্ধে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গত ১৫ মে রানাসহ পলাতক ১০ আসামির অস্থাবর সম্পত্তি ক্রোক ও তাদের বিরুদ্ধে হুলিয়া জারির আদেশ দেন। পুলিশ অস্থাবর সম্পত্তি ক্রোক করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পাদনের লক্ষ্যে তাদের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির আদেশ দেন। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে এমপি রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান, সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, ছানোয়ার হোসেন, আলমগীর হোসেন, নাসিরউদ্দিন, সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান ও সংসদ সদস্যের দারোয়ান বাবু পলাতক রয়েছেন। এদের মধ্যে আনিসুল ইসলাম, মোহাম্মদ আলী, সমীর ও ফরিদ মিয়া কারাগারে আছেন। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর রাতে শহরের কলেজপাড়া এলাকায় বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা