তিস্তা ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর ডান চ্যানেলটি বন্ধ করে দেওয়ায় এবং ওই চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় উজানে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা নদী। ফলে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ব্যারাজের উজানে পাহাড়ি ঢলে আসা পানিতে ডুবে গেছে ২৩টি চর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস জানিয়েছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে নদীর পানি প্রবাহের জন্য দুটি চ্যানেল রয়েছে। বাইশপুকুর এলাকায় দিয়ে গেছে ডান ও পারুলিয়া এলাকা দিয়ে গেছে বাম চ্যানেল। বর্ষার ভাঙন ঠেকাতে ৩ বছর আগে বাইশপুকুর এলাকাবাসী খরা মৌসুমে তিস্তার ডান চ্যানেলের ওপর বাইশপুকুর এলাকায় নির্মাণ করেছে প্রায় ১ কিলোমিটর দীর্ঘ বাঁধ। এ বাঁধের কারণে ডান চ্যানেলটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ব্যারাজের ৪৪টি গেট দিয়ে বেরিয়ে আসা তিস্তার পানি ঘুরে গিয়ে বাম চ্যানেল অর্থাৎ পারুলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের ভাটিতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। এতে সামান্য বৃষ্টিপাত কিংবা উজানের ঢলে ব্যারাজ এলাকাসহ ব্যারাজের উজানে তিস্তা নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের উজানের পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, ডাউয়াবাড়ি, গড্ডিমারী, কাকিনা, মহিষখোঁচা, চররাজপুর ও খালিশা চাপানি ইউনিয়নের ২৩টি চর এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবারের বাড়িতে পানি জমে থাকছে। এতে ওইসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় নির্মিত বাঁধের কারণে ডান চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
শিরোনাম
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক