তিস্তা ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর ডান চ্যানেলটি বন্ধ করে দেওয়ায় এবং ওই চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় উজানে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা নদী। ফলে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ব্যারাজের উজানে পাহাড়ি ঢলে আসা পানিতে ডুবে গেছে ২৩টি চর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস জানিয়েছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে নদীর পানি প্রবাহের জন্য দুটি চ্যানেল রয়েছে। বাইশপুকুর এলাকায় দিয়ে গেছে ডান ও পারুলিয়া এলাকা দিয়ে গেছে বাম চ্যানেল। বর্ষার ভাঙন ঠেকাতে ৩ বছর আগে বাইশপুকুর এলাকাবাসী খরা মৌসুমে তিস্তার ডান চ্যানেলের ওপর বাইশপুকুর এলাকায় নির্মাণ করেছে প্রায় ১ কিলোমিটর দীর্ঘ বাঁধ। এ বাঁধের কারণে ডান চ্যানেলটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ব্যারাজের ৪৪টি গেট দিয়ে বেরিয়ে আসা তিস্তার পানি ঘুরে গিয়ে বাম চ্যানেল অর্থাৎ পারুলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের ভাটিতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। এতে সামান্য বৃষ্টিপাত কিংবা উজানের ঢলে ব্যারাজ এলাকাসহ ব্যারাজের উজানে তিস্তা নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের উজানের পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, ডাউয়াবাড়ি, গড্ডিমারী, কাকিনা, মহিষখোঁচা, চররাজপুর ও খালিশা চাপানি ইউনিয়নের ২৩টি চর এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবারের বাড়িতে পানি জমে থাকছে। এতে ওইসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় নির্মিত বাঁধের কারণে ডান চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ডুবে গেছে ২৩ চর
লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর