তিস্তা ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর ডান চ্যানেলটি বন্ধ করে দেওয়ায় এবং ওই চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় উজানে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা নদী। ফলে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ব্যারাজের উজানে পাহাড়ি ঢলে আসা পানিতে ডুবে গেছে ২৩টি চর। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস জানিয়েছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ভাটিতে নদীর পানি প্রবাহের জন্য দুটি চ্যানেল রয়েছে। বাইশপুকুর এলাকায় দিয়ে গেছে ডান ও পারুলিয়া এলাকা দিয়ে গেছে বাম চ্যানেল। বর্ষার ভাঙন ঠেকাতে ৩ বছর আগে বাইশপুকুর এলাকাবাসী খরা মৌসুমে তিস্তার ডান চ্যানেলের ওপর বাইশপুকুর এলাকায় নির্মাণ করেছে প্রায় ১ কিলোমিটর দীর্ঘ বাঁধ। এ বাঁধের কারণে ডান চ্যানেলটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ব্যারাজের ৪৪টি গেট দিয়ে বেরিয়ে আসা তিস্তার পানি ঘুরে গিয়ে বাম চ্যানেল অর্থাৎ পারুলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজের ভাটিতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ফুলে-ফেঁপে উঠছে তিস্তা। এতে সামান্য বৃষ্টিপাত কিংবা উজানের ঢলে ব্যারাজ এলাকাসহ ব্যারাজের উজানে তিস্তা নদীতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের উজানের পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, ডাউয়াবাড়ি, গড্ডিমারী, কাকিনা, মহিষখোঁচা, চররাজপুর ও খালিশা চাপানি ইউনিয়নের ২৩টি চর এলাকার কমপক্ষে ১০ হাজার পরিবারের বাড়িতে পানি জমে থাকছে। এতে ওইসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ব্যারাজের ভাটিতে বাইশপুকুর এলাকায় নির্মিত বাঁধের কারণে ডান চ্যানেল দিয়ে তিস্তার পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ডুবে গেছে ২৩ চর
লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর