বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা
বিপৎসীমার উপরে তিস্তা

পানিবন্দী হাজার হাজার মানুষ

নীলফামারী ও লালমনিরহাট প্রতিনিধি

ভারী বর্ষণ ও উজান থেকে আসা ঢলে তিস্তা ক্রমেই ভয়াঙ্কর রূপ নিচ্ছে। এরই মধ্যে আতঙ্কে বাড়িঘর ছেড়ে নদীতীরের অনেক পরিবার ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। গতকাল দিনভর তিস্তার পানি বিপত্সীমার ২২-২৫ সেন্টিমিটারে ওঠানামা করেছে। পাউবোর ডালিয়া ডিভিশন সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবকটি গেট। তিস্তা জিরো পয়েন্টের সূত্রগুলো জানায়, হুহু করে পানি বাড়ছে তিস্তায়। এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি গতকাল সকাল থেকে বিপত্সীমার উপর দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বেলা ১১টায় দোয়ানি ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপত্সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, বিকালে তা বৃদ্ধি পেয়ে হয় ২৬ সেন্টিমিটার। অন্যদিকে কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বিপত্সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দুই পাড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে তিস্তা ও ধরলার ৬৩ চরের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এসব চরের বাসিন্দাদের বসতবাড়িতে পানি ঢুকছে। কাঁচা রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সর্বশেষ খবর