সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা অফিসের অবহেলায় টাকা ফেরত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলা শিক্ষা ও এলজিইডি অফিসের অবহেলায় ২০১৫-১৬ অর্থবছরের বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও সরমঞ্জামাদি ক্রয়ের ৪৭ লাখ টাকা ব্যবহারের অভাবে ফেরত গেছে। জানা যায়, ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত হরিণাকুণ্ডু উপজেলার ৩৩টি স্কুলে ১ লাখ টাকা করে, কোনো কোনো স্কুলে ১৯ হাজার এবং ৫ হাজার টাকা করে সবমিলে মোট ১২৫টি স্কুলে ৪৭ লাখ টাকা বরাদ্দ ছিল। এই টাকা উপজেলা শিক্ষা অফিস সময়মতো স্কুলের তালিকা এবং কাজের বিবরণ না দেওয়ায় উপজেলা এলজিইডি অফিস কাজ সম্পাদন করতে পারেনি। ফলে সব টাকা শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত গেছে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মনোয়ার হোসেন রঞ্জু জানান, আমরা যথাসময়ে কাজের তালিকা এবং বিবরণ দিলেও উপজেলা এলজিইডি অফিস তা সম্পাদন করতে পারেনি। অপরদিকে উপজেলা এলজিইডি অফিসের  নির্বাহী ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র নন্দী বলেন, আমি সময়মতো উপজেলা শিক্ষা অফিস থেকে কাজের বিবরণী না পাওয়ায় কাজগুলো করতে পারিনি। তিনি আরও বলেন শিক্ষা অফিসের কোন্দলের কারণে এটা হয়েছে।

সর্বশেষ খবর