যার দেওয়া তথ্যে সাড়ে চার হাজার পিস ইয়াবা আটক হলো তাকেই পুলিশ মামলার আসামি বানিয়ে দিয়েছে। ভুক্তভোগীর মা অভিযোগ করে জানিয়েছেন, থানার দারোগার এক লাখ টাকা দাবি পূরণ না হওয়ায় তথ্যদাতা ইকরা হাসান চৌধুরীকেও মামলায় ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম রোডে সোনারগাঁর (নারায়ণগঞ্জ) কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর উত্তরার বাসিন্দা ও লেবেলের ছাত্রী ইকরা হাসান তার বন্ধুর জনৈক রাসেলের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরার সময় রাসেল তার প্রাইভেট কারে সাড়ে চার সহস্রাধিক ইয়াবা ঢুকিয়ে ঢাকার পথে রওনা হন। বিষয়টি টের পেয়ে একই প্রাইভেট কারের আরোহী ইকরা হাসান মোবাইল ফোনের মাধ্যমে তার মাকে বিষয়টি জানান এবং প্রশাসনিক পদক্ষেপ নিতে বলেন। ইকরার মা রাজধানীর দুজন সাংবাদিকসহ কাঁচপুরস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যান এবং ইয়াবা ভর্তি প্রাইভেট কারটি আটকের ব্যাপারে পুলিশের সহায়তা চান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাত তিনটার দিকে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহরাব হোসেন কাঁচপুর অতিক্রমকালে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৯৭০৭) আটক করেন এবং গাড়ির আরোহী ইকরার দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির ড্যাশবোর্ড খুলে বিশেষ কায়দায় রাখা চার হাজার ছয়শ’ পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হন। এ ছাড়াও তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির আরোহী ইয়াবা ব্যবসায়ী ঢাকা বনশ্রী এলাকার বাসিন্দা মো. রাসেল ও গাড়ি চালক হেমায়েত উদ্দিনকে আটক করেন। হাইওয়ে পুলিশের এসআই সোহরাব হোসেন জানান, শনিবার সকালে ওই দুই আসামি ও তথ্যদাতা ইকরা চৌধুরীকে সোনারগাঁ থানার এসআই মাহমুদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সংশ্লিষ্ট এসআই মাহমুদ মামলার সাক্ষী হিসেবে ইকরার নাম লিপিবদ্ধ করতে এক লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু দুপুর পর্যন্ত বেঁধে দেওয়া সময়েও এক লাখ টাকা দিতে না পারায় তথ্যদাতা ইকরা হাসান চৌধুরীকে মামলার সাক্ষী বানানোর পরিবর্তে দুই নম্বর আসামি বানিয়ে মামলা লিপিবদ্ধ করা হয়। এ ব্যাপারে ইকরা হাসানের মা নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করায় মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে ন্যস্ত হয়েছে।
শিরোনাম
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের