সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিদিন দীর্ঘ হচ্ছে নিহতের তালিকা। গতকালও পাঁচ জেলায় সড়কে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এর মধ্যে গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লায় তিনজন করে, নারায়ণগঞ্জে দুজন এবং গাজীপুরে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে ঈদুল আযহার আগের তিন থেকে গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ১২৪ জন। প্রতিনিধিদের পাঠানো খবর— গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুরে গতকাল নড়াইল থেকে ঢাকাগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এতে বাড়ির লোকজনের কোনো ক্ষতি না হলেও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৫ জন । আহতদের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে, একই মহাসড়কের মোল্লাহাট ব্রিজের টোলপ্লাজার সামনে বাসের ধাক্কায় মারা গেছেন শাহনেওয়াজ শেখ নামে এক মোটরসাইকেল আরোহী। মুন্সীগঞ্জ : শ্রীনগর উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের সুকুমার মণ্ডল, তার স্ত্রী পারুল মণ্ডল ও কেটয়খালী গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছে পুলিশ । কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালক মাহে আলম ঘটনাস্থলেই নিহত হন। তিনি দাউদকান্দির বাসরা গ্রামের সফর আলীর ছেলে। এদিকে সোমবার দিবাগত গভীর রাতে দাউদকান্দির হাসানপুরে গাড়িচাপায় মারা গেছেন অজ্ঞাতনামা এক বৃদ্ধা। এছাড়া একই রাতে চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ চৌদ্দগ্রামের পাচরা গ্রামের মাইনুদ্দিনের ছেলে। এ সময় আহত হন আরও তিনজন। নারায়ণগঞ্জ : ফতুল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের নাম হাসান। তিনি ফতুল্লার সস্তাপুরের আলম মৃধার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গতকাল দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। গাজীপুর : সিটি করপোরেশনের কড্ডায় গতকাল ট্রাকচাপায় রাজু নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের সঙ্গে থাকা ভোটার আইডি কার্ড থেকে প্রাপ্ত তথ্যে তার বাবার নাম আতিয়ার রহমান। বাড়ি ঝিনাইদহে। বাগেরহাট : মোল্লাহাট ব্রিজের টোল প্লাজার সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাগেরহাট-ঢাকা মহাসড়কে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
প্রাণ গেল আরও ১৩ জনের
সড়কে থামছে না মৃত্যুর মিছিল
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর