বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক রাব্বী মিয়া নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তুলতে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন— আপনারা পজিটিভ নারায়ণগঞ্জ তুলে ধরুন। এটি আপনারাই পারবেন। জেলা তথ্য অফিসার কামরুজ্জামান প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নারায়ণগঞ্জ জেলায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম প্রমুখ। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারিকান্দি ও নওয়াগাঁও গ্রামের শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বেশকিছু পাইপ জব্দ করা হয়েছে। বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. কর্তৃপক্ষ গতকাল এ অভিযান চালায়।

বাখরাবাদ গ্যাস সিস্টেম লি. গৌরীপুর উপ-এরিয়া কার্যালয়ের প্রকৌশলী কমল কুমার জানান, দীর্ঘদিন একটি সিন্ডিকেট দাউদকান্দি-তিতাস-হোমনায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। —দাউদকান্দি প্রতিনিধি

শিক্ষিকাকে হত্যার হুমকি

ঢাকার ধামরাই সদরের আব্দুস সোবহান মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারকে গত দুইদিন ধরে   হত্যা ও স্কুল ভাঙচুরের  হুমকি দিচ্ছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। জানা গেছে, ওই হাইস্কুলের কার্যকরী কমিটি পরিষদকে কেন্দ  করে অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা মোবাইল ফোনে বার বার  হত্যার হুমকি দিচ্ছিল। মঙ্গলবার একই নম্বার থেকে প্রায় ৪০ বার হুমকি আসায় তিনি ভয় পেয়ে যান। বিষয়টি মুহূর্তের মধ্যে স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, সহকারী শিক্ষক ও শিক্ষিকার  পরিবারে আতংক ছড়িয়ে পড়ে। —ধামরাই প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর