বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইলিশ শিকারে গিয়ে ৩৯ জেলে নিখোঁজ

প্রতিদিন ডেস্ক

সাগরে ইলিশ শিকারে গিয়ে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী এবং বরগুনার আমতলীর ৩৯ জেলে নিখোঁজ রয়েছে। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। পরিবারের লোকজন তাদের নিজেদের উদ্যোগে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।

গলাচিপা প্রতিনিধি সংশ্লিষ্ট জেলে পরিবারের বরাতে জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গত ৩ নভেম্বর গলাচিপার দক্ষিণ পানপট্টি গ্রামের ট্রলার মালিক মো. সৈয়দ হাওলাদার ১৬ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে যান। একইদিন রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাজীকান্দা গ্রামের জেলে দাদন হাওলাদার তার ট্রলারে ৯ জেলেকে সাগরে পাঠান। কিন্তু এরপর থেকে এসব জেলে ট্রলারসহ নিখোঁজ রয়েছেন। এদিকে আমতলী প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় নাডার প্রভাবে সাগর উত্তাল থাকায় তালতলী সোকিনার এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ও ১৩ নিখোঁজ জেলের সন্ধান ৬ দিনেও মেলেনি।  স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার তালতলী সোকিনা ঘাট থেকে মাছ ধরা ট্রলারটি ১৩ জেলে ও মালামাল নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। ঘূর্ণিঝড় নাডার খবরে তীরে আসতে শুরু করলেও তীরে আসতে পারেনি। গত ৬ দিন ধরে ট্রলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেরা হলেন আবদুল হাই মাঝি, ইউসুফ মাল, জামাল, ইউসুফ হাওলাদার, খালেক, মুনসুর, ইউসুফ শরীফ, জিয়াউল হক প্রমুখ।

সর্বশেষ খবর