পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্ত ছাড়া মোটা অংকের টাকার বিনিময় পছন্দের প্রধান শিক্ষক নিয়োগের পাঁয়তারার অভিযোগ তুলে সভাপতি আব্দুস সামাদ বাবলুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ফলে শিক্ষকরা ভেতরে প্রবেশ করতে পারেননি এবং কোনো পাঠদান হয়নি। ঘটনাটি ঘটে গতকাল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত আব্দুস সামাদ বাবলু পিরোজপুর ইউপির চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। বিক্ষোভকারীরা পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন। কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ে গিয়ে দেখি স্থানীয়রা আমাদের তালার সঙ্গে আরও দুটি তালা লাগিয়েছে। তাই তারা ভিতরে ঢুকতে না পারায় কোনো ক্লাস হয়নি। শিক্ষকরা আরও জানান, সভাপতির পছন্দের মেহেদী রেজাকে তারা প্রধান শিক্ষক হিসেবে চান না। সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালে সিনিয়র শিক্ষকদের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছেন। কয়েক শিক্ষার্থী জানায়, মেহেদী রেজাকে তারাও প্রধান শিক্ষক হিসেবে মানেন না। তিনি একজন বদমেজাজী। অভিযুক্ত আব্দুস সামাদ বাবলু বলেন, ‘স্কুলের তালা খুলে দিয়েছে, ক্লাস চলছে। তবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তার বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়।’ জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ জানান, লিখিত অভিযোগ পেলে নিয়োগ বন্ধের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
বিদ্যালয়ে তালা লাগিয়ে কমিটির সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর