জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। চেয়ারম্যান ও সদস্যপদে ইতিমধ্যে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা পৌঁছে গেছে কেন্দ্রে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, বিএনপি সরাসরি এ নির্বাচনে না গেলেও সাধারণ সদস্য পদে স্থানীয় পর্যায়ের অনেক নেতাই প্রার্থী হতে পারেন। প্রকাশ্যে এখনো তারা নীরব। আর জেলা জাসদ তফসিল ঘোষণার আগে নির্বাচনে যাচ্ছে বলে জানালেও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আজ হবে বলে জানা গেছে। ইতিমধ্যে শাসক দল থেকে প্রায় হাফ ডজন নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন জোর লবিং-তদবির। এর মধ্যে বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাবেক এমপি কে এম খালিদ বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মিল্কী, যুবলীগের সাবেক সভাপতি ইউসুফ খান পাঠান, আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিলু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তবে মনোনয়নের দৌড়ে বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা অনেকটাই এগিয়ে। দলীয় সব সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের একক সমর্থন থাকায় ক্লিন ইমেজের এই নেতা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন বলে অনেকটাই নিশ্চিত। এদিকে সাধারণ সদস্য পদে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে নাম পাঠানো হয়েছে। বেশির ভাগ ওয়ার্ডেই রয়েছেন আওয়ামী লীগের একক প্রার্থী। হালুয়াঘাট-১ মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া-২ মজিবুর রহমান, ফুলপুর-৩ আবদুল খালেক, তারাকান্দা-৪ মোজাম্মেল হক কাজীমুদ্দিন ও রুনু ঠাকুর, গৌরীপুর-৫ আওয়াল খান, সদর-৬ সানাউল হক চঞ্চল, ওয়াহেদুজ্জামান মিলন ও উত্তম চক্রবর্তী রকেট। মুক্তাগাছা-৭ মুশফিকুর রহমান মশিউর, ফুলবাড়িয়া-৮ মফিজ মণ্ডল, ফুলবাড়িয়া-৯ বাবলু আকন্দ ও রুহুল আমিন, ত্রিশাল-১০ আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল, ঈশ্বরগঞ্জ-১১ আবু বক্কর দুলাল, নান্দাইল-১২ আবু সিদ্দিক বাহার, গফরগাঁও-১৩ মজিবুর রহমান, গফরগাঁও পাগলা-১৪ মহিবুল হক ও ভালুকায় আবুল কালামের নাম ইতিমধ্যে জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। তবে ভালুকায় রাজাকারপুত্র আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবুল কালাম আজাদকে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী করায় সংবাদ সম্মেলন করে তাকে সমর্থন না দিতে আবেদন জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এই ওয়ার্ডে অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম মানিক। দলীয় হাইকমান্ড সূত্রে জানা যায়, সদস্য পদে একক নাম পাঠানোগুলো অনেকটাই চূড়ান্ত। আর একাধিক নামের ক্ষেত্রে জেলা কমিটিকে দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। তবে নির্বাচন উৎসবমুখর রাখতে একাধিক নাম প্রস্তাবিত আসনগুলো সবার জন্য উন্মুক্ত রাখার সম্ভাবনাও রয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ‘আমরা ইতিমধ্যে দলীয়ভাবে সাধারণ সদস্য পদে প্রার্থীদের আবেদন পাঠিয়েছি। আজকালের মধ্যেই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।’
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
জেলা পরিষদ নির্বাচন
ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর