বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উল্লাপাড়ায় হামলা সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক হামলা-সংঘর্ষে আহত কলেজছাত্রসহ দুজন মারা গেছেন। ঢাকা নেওয়ার পথে গতকাল সকালে কলেজছাত্র ও ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে অপরজন মারা যান। নিহতরা হলেন— উল্লাপাড়ার খান সোনতলা গ্রামের মেনহাজ উদ্দিনের ছেলে উল্লাপাড়া আরএস কলেজের ছাত্র আসাদুল হক আকাশ (১৮) ও চক পাঙ্গাসী গ্রামের লাল চানের ছেলে মকবুল হোসেন (৪০)। উভয় ঘটনায় থানায় মামলা হয়েছে। উল্লাপাড়া থানার এসআই সবুজ রানা জানান, খান সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গত সোমবার বাকবিতণ্ডা-মারপিটের ঘটনা ঘটে। কলেজছাত্র আকাশ মধ্যস্থতা করতে গেলে একই গ্রামের আনসার আলীর ছেলে কোবাদ আলীর সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার খান সোনতলা গ্রামের গুলিস্তান মোড়ে আকাশকে একা পেয়ে কোবাদ, তার ভাই খালেক, বারেক, কুরান আলীসহ কয়েকজন মিলে আকাশকে মারপিট ও ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। গুরুতর অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ পরে বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। অন্যদিকে, গত ২১ জানুয়ারি উল্লাপাড়ার চক পাঙ্গাসী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রিন্টু, হাসু, কুরমান আনসার তাদের সমর্থকরা জহুরুল, মকবুল সাইফুলদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ২০ জন আহত হন। এদের মধ্যে মকবুল হোসেন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ খবর