শিরোনাম
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নিরপেক্ষ ইসি হলেও বিএনপি বিতর্ক তুলবে

----------উপমন্ত্রী জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

নিরপেক্ষ ইসি হলেও বিএনপি বিতর্ক তুলবে

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) পুনঃগঠন হলেও বিএনপি বিতর্ক তুলবে। বিএনপি সার্চ কমিটিতে যাদের নাম দিয়েছে তারা পরোক্ষভাবে সেই দলের রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি যেভাবে চায় সেভাবে নিরপেক্ষ ইসি হতে পারে না। তিনি বলেন, সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগের পর ইসির নিরপেক্ষতা নিয়ে হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করতে পারে বিএনপি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। নির্বাচন নিয়ে সরকারপ্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনা ছাড়া কোনো উপায় নেই। নতুন নির্বাচন কমিশন গঠিত হলে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপিকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। গতকাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী জ্যাকব এ কথা বলেন। সমাবেশে আরও বক্তৃতা করেন জয়নাল আবেদিন আখন, নুরুল ইসলাম ভিপি ও ওবায়েদুল হক রতন।

সর্বশেষ খবর