বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ককটেল গুলি ছুড়ে বাজারে গণডাকাতি আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ককটেল ফাটিয়ে ও গুলি ছুঁড়ে গণডাকাতি হয়েছে। উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন সাতজন। তারা নগদ টাকাসহ ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বীরগাঁও বাজারের সাপ্তাহিক হাট বসে। হাট শেষে ডাকাতদল বাজারের চারপাশে ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়ে আতংক তৈরি করে। দিগ্বিদিক ছুটতে থাকে মানুষ। তখন ডাকাতরা ব্যবসায়ীদের অস্ত্র ঠেকিয়ে সাতটি দোকান থেকে টাকা ও মালামাল লুটে নেয়। পরে স্পিডবোট ও মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। ডাকাতের এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম হয়েছেন সাত ব্যবসায়ী। তাদের মধ্যে তিনজনকে সদর হাসপাতাল ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, নরসিংদীর রায়পুরা থেকে একটি ডাকাত দল বীরগাঁও বাজারে হানা দেয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, ডাকাতির ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর