শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘শিগগিরই পাহাড়ে গ্রাম আদালতের সম্প্রসারণ’

রাঙামাটি প্রতিনিধি

শিগগিরই পার্বত্যাঞ্চলে গ্রাম আদালত সম্প্রসারণে যাচাই কাজ শুরু হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। তিনি বলেন, পাহাড়ে গ্রাম আদালত চালু হলে একদিকে যেমন অপরাধ কমবে, অন্যদিকে স্থানীয়দের সুবিচার নিশ্চিত হবে। তাই পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ১২১টি ইউনিয়নে গ্রাম আদালত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সচিব এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— ইকরামুল হক, দেবাশীষ রায়, বৃষ কেতু চাকমা, মো. মানজ্জারুল মান্নান প্রমুখ। সভায় বলা হয়, পার্বত্যাঞ্চলের উন্নয়নের অংশ হিসেবে সরকার প্রথাগত বিচার ব্যবস্থা আরো বেগবান করতে এবং গ্রাম আদালত কার্যক্রম সম্প্রসারনের জন্য ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা হিসেবে ৩৭ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর