শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় জলসার মাঠে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে একই স্থানে পাল্টাপাল্টি ইসলামি জলসার আয়োজন করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত নন্দীগ্রামের তারাটিয়া স্কুল মাঠে এই আদেশ জারি করা হয়। ইউএনও শরীফুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জামিয়া তারাটিয়া কওমী মাদ্রাসার মুহতামিম আফজাল হোসেন শুক্রবার আসর নামাজের পর তারাটিয়া স্কুলমাঠে ইসলামি জলসার আয়োজন করেন। সেখানে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে প্রধান অতিথি ও নুরুল ইসলামকে সভাপতি করা হয়। এদিকে একই স্থানে একই সময় মুক্তিযোদ্ধা আবদুস সামাদ ও ওয়াশিম উদ্দিন পাল্টা ইসলামি জলসার ঘোষণা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সর্বশেষ খবর