জরাজীর্ন টিনের একচালা ঘর। ভেতরে উৎকট গন্ধ। ধুলোবালি, খড়ের ছড়াছড়ি। কোনো সুস্থ মানুষ ভাবতেই পারবেন না এমন একটি ঘরে দুদণ্ড থাকার কথা। সেখানেই দেড় যুগের বেশী সময় পায়ে শেকল বাঁধা অবস্থায় আছেন দুই বোন। ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের। বড় বোন পাপড়ির বয়স ৩৩ আর ছোট বোন অনন্যার ৩০। চিকিৎসার অভাব আর পুষ্টিহীনতায় তাদের শরীর কঙ্কালসার। হাটার শক্তি হারিয়েছেন অনন্যা। পাপড়ির স্বপ্ন ছিল বড় শিল্পী হবেন। অনন্যা স্বপ্ন দেখতেন প্রকৌশলী হওয়ার। পাপড়ি এখনো মানুষ কাছে পেলে গান ধরেন। কথা বলেন সুস্থ মানুষের মতো। অনন্যা ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকেন । জানা যায়, এক সময় অন্য দশটি শিশুর মতো হেসে খেলে পড়াশুনায় কাটছিল দুই বোনের জীবন। ১৯৯৯ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় পাপড়ি আর ২০০১ সালে ষষ্ঠ শ্রেণিতে থাকতে অনন্যার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। একপর্যায়ে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বন্ধ হয় লেখাপড়া। সামাজিকভাবে বিব্রত হওয়া থেকে রক্ষা পেতে স্বজনরা তাদের আটকে রাখেন। পায়ে পরান শেঁকল। সেই থেকে শেঁকলেবন্দী জীবন। এর মধ্যে বাবা-মাকেও হারিয়েছেন। ছোট দুই কিশোর ভাই ছাড়া দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর কেউ নেই। চাচা আব্দুল হাই জানান, মানসিক ভারসাম্য হারানোর পর দুই বোন এদিক সেদিক চলে যেতো। নিরাপত্তার কথা ভেবে ঘরে আটকে রাখতে হতো তাদের। অবস্থার অবনতি হলে পায়ে শেঁকল পরানো হয়। পাপড়ি ও অনন্যার ভাই সম্রাট (১৯) জানান, তার বাবা আব্দুল মান্নান পরিসংখ্যান বিভাগে ছোট পদে চাকরি করতেন। ব্রেন স্ট্রোক করে আট বছর অসুস্থ থাকার পর ২০১০ সালে মারা যান। তখন তার বয়স ১২ আর ছোট ভাই পথিকের বয়স ছিল আট বছর। মা মারা গেছেন ২০১৩ সালে। তাদের সামান্য জমি ছাড়া কিছু নেই। পথিক নবম শ্রেণিতে পড়ে। সম্রাট আরও জানান, জমি থেকে যা পাই তা দিয়ে চাজনের তিন বেলা খাবার জোগানোই কঠিন। জমির কাজ, রান্নাবান্নাসহ সবই করতে হয় তাকে। দুই বোনকে শেঁকলে বাঁধা দেখতে কষ্ট হয়। কিন্ত চিকিৎসা করানোর সামর্থ নেই। স্থানীয় আদারভিটা হাই স্কুলের শিক্ষক সান্তেজা খানম বলেন, ‘পাপড়ি ও অনন্যা অত্যন্ত মেধাবী ছিল। পড়াশুনার পাশাপশি তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। আরেক শিক্ষকা নাজমা রহমান জানান, যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারে দুই বোন। ফিরে আসতে পারে স্বাভাবীক জীবনে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
দেড়যুগ ধরে শেকলে বাঁধা দুই বোনের জীবন
শফিক জামান, জামালপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর