চাঁপাইনবাবগঞ্জের সদরে পিকনিকের বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। কানসাটে দুর্ঘটনায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী। এছাড়া গাড়িচাপায় নোয়াখালীতে রোগী এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রহরীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মাহাডাঙ্গা বিল এলাকায় পিকনিকের বাস খাদে পড়ে দুই বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোমস্তাপুরের নয়াদিয়াড়ী গ্রামের এন্তাজুল (৬৫), হাসিম (৬০) ও মোড়লটোলা গ্রামের করিম (৩৫)। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুখুরিয়া পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নোয়াখালী : চিকিৎসা নিতে এসে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক পারাপারের সময় অটোরিকশার নিচে চাপা পড়ে অজিফা খাতুন (৫৫) নামে এক রোগী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজিফা খাতুন লক্ষ্মীপুর জেলার বানচানগর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী। এদিকে, গতকাল ভোর ৬টার দিকে, চাটখিল উপজেলায় পুলিশের একটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত হয়ে পুলিশের পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। চাটখিল-রামগঞ্জ সড়কের মুনছির রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাছুম জানান, বৃহস্পতিবার রাতে মাইক্রোবাসটি থানায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা পুলিশের পাঁচ কর্মকর্তা আহত হন। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে গতকাল মাইক্রোবাস চাপায় শামীম আহামেদ নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার আশারচর এলাকার নিজাম মল্লিকের ছেলে।