বাড়িটি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী আবুজর মোল্লার। মেইন রোড থেকে তার বাড়ি ঢোকার ৫০ ফুট রাস্তা তিনি নিজ খরচেই পাকা করেছেন। রাস্তার ধারে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে নির্মাণ করেছেন গেট। এখন এলাকার মানুষ বিস্মিত। তারা বলছেন, ব্যক্তিগত টাকায় এই রাস্তা কাবিটা প্রকল্পে ঢুকল কীভাবে! নির্মাণের জন্য ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের দেওয়া প্রকল্পে এই রাস্তার নাম উঠেছে। আবুজর মোল্লার বাড়ি যাওয়া রাস্তা সংস্কারের জন্য ৩৭ হাজার ১০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে মহেশপুরে সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের ভাষ্য, মহেশপুর উপজেলার অনেক গ্রামে ভাঙাচোরা রাস্তা আছে। সেগুলো সংস্কার করা হয় না। রাস্তাগুলো একেবারেই চলাচলের অযোগ্য। অথচ ব্যক্তিবিশেষের বাড়ি যাওয়ার রাস্তা প্রকল্পভুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারি চাকুরে আবুজর মোল্লা বলেন, পাঁচ-ছয় গাড়ি ইট ও কিছু খোয়া দিয়ে চলতি মাসের প্রথম দিকে তিনি তার বাড়ি যাওয়ার রাস্তা নির্মাণ করেছেন। তিনি জানান, ‘আমার বাড়ি যাওয়ার রাস্তা মেরামতে কারও কাছে সাহায্যও চাইনি। যদি কেউ এমন প্রকল্প দিয়ে থাকেন তাহলে তা হবে অন্যায়।’ এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা জানান, ‘এমপি মহোদয় প্রকল্প লিখে আমাদের দিয়েছেন। আমরা তা তালিকাভুক্ত করেছি।’ তিনি বলেন, ‘প্রকল্পের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তদন্ত করে তা বাতিল করা হবে।’ এ বিষয়ে নবী নেওয়াজ এমপি বলেন, এমন যদি হয়েই থাকে তবে তা তার অজ্ঞাতসারে হয়েছে। তিনি বলেন, ‘আমি এলাকার বৃহৎ উন্নয়নে মন্ত্রণালয় ও মন্ত্রীদের কাছে ছুটে বেড়াই। হয়তো আমার অজানায় এমনটি হতে পারে। তবে আমি বিষয়টি বাতিল করার ব্যবস্থা করব।’ অভিযোগ উঠেছে, এমপিকে অন্ধকারে রেখে মহেশপুর উপজেলায় এ রকম কাজ করা হচ্ছে। ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা পকেটস্থ করা হচ্ছে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ