Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৩২

ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

একাংশের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

১৯ বছর পর ব্রাহ্মণবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সকালে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাফিয়া খাতুন। মিনারা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— শিরিন রোখসানা, জাবেদা খাতুন পারুল প্রমুখ। সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগের একাংশ। সকালে ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এতে বক্তৃতা করেন— জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা মুজিব, শহর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার প্রমুখ। মহিলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দুই সপ্তাহ ধরেই মুখোমুখি অবস্থানে ছিল জেলার সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই গ্রুপ। সম্মেলনের তারিখ পেছানোর দাবি জানিয়েছিলেন সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর