রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭ আহত ৭৫

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আহত হয়েছেন ৭৫ জন। এর মধ্যে কুষ্টিয়া, জামালপুরে দুজন করে এবং ফরিদপুর, মুন্সীগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুষ্টিয়া : মিরপুরে ওরসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আ?রো ৩৫ যাত্রী আহত হয়েছেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উপজেলার সাহেবনগর নামক স্থা?নে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওমেদ আলী ও আব্দুল মজিদ। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।  জামালপুর : জেলা জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই পথচারি নিহত হয়েছেন। গতকাল সকালে মাইক্রোবাসটি ঢাকা থেকে জামালপুর আসার পথে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় চার পথচারিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় জহুরুল ও মোস্তফা নামে দুই পথচারি নিহত হয়। আহত হয় শাহিন ও দিপু নামে আরও দুজন। জহুরুল সাউনিয়া গ্রামের হুরমুজ আলীর এবং মোস্তফা দিগপাইত গ্রামের ফজর আলীর ছেলে। ফরিদপুর : সদর উপজেলার বাহ্মনকান্দা নামক স্থানে গতকাল ভোরে পিকনিকের বাস খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী মফিজুর রহমান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৮ জন। নিহত মফিজুর ‘জাগরনী চক্র ফাউন্ডেশনে’র কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের কর্মকর্তা ছিলেন। আহতদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। মুন্সীগঞ্জ : সদর উপজেলার সুখবাসপুর এলাকায় গতকাল দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে একটির চালক আকমদ আলী নিহত হয়েছেন। আকমদ কিশোরগঞ্জ জেলা সদরের চরপাড়ার শাহবুদ্দিনের ছেলে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ম্যাজিক গাড়ির (স্থানীয় যান) ধাক্কায় জাফর আলম নামের এক রিকশা ভ্যানচালক নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক জাফর ডুলাহাজারা ইউনিয়নের উত্তর পাড়ার নুর আহমদের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর