চার বছর বয়সী যমজ ভাই মোহন ও মহিন। দুজনই দুরারোগ্য ‘থ্যালাসেমিয়া’য় আক্রান্ত। দুই শিশুসন্তানকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করছেন মা-বাবা। মোহন ও মহিন পটুয়াখালীর আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের দুলাল-মোমেনা দম্পতির ছেলে। দিনমজুর দুলালের পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয় বহন অসম্ভব হয়ে পড়েছে। যেখানে দু’মুঠো খাবার ঠিকভাবে জোটে না সেখানে প্রতিমাসে সন্তানের পিছনে ১০ হাজার টাকা ব্যয় করা। জানা যায়, ২০১৩ সালের ৫ এপ্রিল যমজ পুত্র সন্তান জন্ম দেন মোমেনা। এর ১৫ দিন যেতে না যেতেই শিশু দুটি অসুস্থ হয়। গ্রাম্য চিকিৎসক ও ওঝার কাছে ধরণা দিয়ে কোনো ফল পায়নি। পরে পটুয়াখালীর শিশু চিকিৎসক ফারুক খাঁনের কাছে নিলে তিনিও রোগ নির্ণয় করতে পারেনি। দিন দিন শিশু দুটির অসুস্থতা বাড়ে। কিছুদিন পর শিশু বিশেষজ্ঞ মিজানুর রহমানকে দেখালে তিনি পেটে মাংসপিণ্ড হয়েছে বলে জানান। এভাবে এক বছর কাটার পর বরিশালে শিশু বিশেষজ্ঞ উত্তম কুমারে স্মরণাপন্ন হন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে বলেন শিশু দুটি ‘থ্যালাসেমিয়া’ আক্রান্ত। চিকিৎসক প্রতিকার হিসেবে ওষুধ, প্রতিমাসে রক্ত দেওয়া ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি বাবা দুলাল। বর্তমানে শিশু দুটির শরীর শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে। হাত ও পা চিকন হয়ে দিন দিন পেট বড় হয়ে যাচ্ছে। মা মোমেনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যেদিন কাম হরি হেই দিন খাওন চলে, কাম না হরলে চলে না। কি দিয়া মোর সোনার মানিকগো চিহিসসা হরমু। মোরে আল্লায় লইয়্যা যাউক, মোর পোলা দু্ইডারে বাঁচাইয়া রাখুক। মুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দ্যাশের বড় লোকদের কাছে সাহায্য চাই।’ বাবা দুলাল বলেন, ‘সহায় সম্বল যা ছিল বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়েছি। ধারদেনা করে তিন বছর চিকিৎসা চালিয়ে অনেক ঋণী হয়েছি।’
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বরগুনায় ‘থ্যালাসেমিয়া’ আক্রান্ত দুই সহোদর
আমতলী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর