চার বছর বয়সী যমজ ভাই মোহন ও মহিন। দুজনই দুরারোগ্য ‘থ্যালাসেমিয়া’য় আক্রান্ত। দুই শিশুসন্তানকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করছেন মা-বাবা। মোহন ও মহিন পটুয়াখালীর আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের দুলাল-মোমেনা দম্পতির ছেলে। দিনমজুর দুলালের পক্ষে সন্তানের চিকিৎসার ব্যয় বহন অসম্ভব হয়ে পড়েছে। যেখানে দু’মুঠো খাবার ঠিকভাবে জোটে না সেখানে প্রতিমাসে সন্তানের পিছনে ১০ হাজার টাকা ব্যয় করা। জানা যায়, ২০১৩ সালের ৫ এপ্রিল যমজ পুত্র সন্তান জন্ম দেন মোমেনা। এর ১৫ দিন যেতে না যেতেই শিশু দুটি অসুস্থ হয়। গ্রাম্য চিকিৎসক ও ওঝার কাছে ধরণা দিয়ে কোনো ফল পায়নি। পরে পটুয়াখালীর শিশু চিকিৎসক ফারুক খাঁনের কাছে নিলে তিনিও রোগ নির্ণয় করতে পারেনি। দিন দিন শিশু দুটির অসুস্থতা বাড়ে। কিছুদিন পর শিশু বিশেষজ্ঞ মিজানুর রহমানকে দেখালে তিনি পেটে মাংসপিণ্ড হয়েছে বলে জানান। এভাবে এক বছর কাটার পর বরিশালে শিশু বিশেষজ্ঞ উত্তম কুমারে স্মরণাপন্ন হন। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে বলেন শিশু দুটি ‘থ্যালাসেমিয়া’ আক্রান্ত। চিকিৎসক প্রতিকার হিসেবে ওষুধ, প্রতিমাসে রক্ত দেওয়া ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি বাবা দুলাল। বর্তমানে শিশু দুটির শরীর শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে। হাত ও পা চিকন হয়ে দিন দিন পেট বড় হয়ে যাচ্ছে। মা মোমেনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যেদিন কাম হরি হেই দিন খাওন চলে, কাম না হরলে চলে না। কি দিয়া মোর সোনার মানিকগো চিহিসসা হরমু। মোরে আল্লায় লইয়্যা যাউক, মোর পোলা দু্ইডারে বাঁচাইয়া রাখুক। মুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দ্যাশের বড় লোকদের কাছে সাহায্য চাই।’ বাবা দুলাল বলেন, ‘সহায় সম্বল যা ছিল বিক্রি করে সন্তানের চিকিৎসা করিয়েছি। ধারদেনা করে তিন বছর চিকিৎসা চালিয়ে অনেক ঋণী হয়েছি।’
শিরোনাম
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
বরগুনায় ‘থ্যালাসেমিয়া’ আক্রান্ত দুই সহোদর
আমতলী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর