Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১১ জুন, ২০১৭ ২৩:৩৪

বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপন ও ইফতার

নোয়াখালী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপন ও ইফতার

‘গুণগত মান ও ভোক্তা চাহিদায় বসুন্ধারা টিস্যু দেশসেরা। এ পণ্যটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে রপ্তানি হচ্ছে। আগামীতে বসুন্ধরা টিস্যু দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসাবে রূপ নেবে।’ শনিবার সন্ধ্যায় নোয়াখালীতে বসুন্ধরা টিস্যুর আয়োজনে মাইজদী নাইস গেস্ট হাউসে ‘ট্রেড ক্রীম’ ২০১৬ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ কথা বলেন।

ব্যবসায়ী বাবু তাপস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টিস্যুর কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক (বিক্রয়) রাজু আহম্মেদ। বক্তৃতা করেন— বৃহত্তর নোয়াখালীর এরিয়া ম্যানেজার সেলিম রেজা, লক্ষ্মীপুর ও চৌমুহনীর পরিবেশক সনজয় বণিক। এ  সময়  ডিলার ও পরিবেশকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে র‌্যাফেল ড্রতে ৩৩ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অনুষ্ঠানে নোয়াখালী ও লক্ষীপুর জেলার প্রায় আড়াইশত ব্যবসায়ী-পরিবেশক অংশ নেন।  কিশোরগঞ্জ : ভৈরবে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৬ এর সাফল্য উদযাপন করা হয়েছে। গতকাল বিকালে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক গোলাম সারওয়ার নৌশাদ। আরবুজ্জামান আপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন শাহিদুর রহমান, আনোয়ার হোসাইন তালুকদার পিন্টু ও শাহীনুল ইসলাম শাহীন।  আলোচনা শেষে র‌্যাফেল ড্র আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার ও ডিনারের আয়োজন করা হয়।

 


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর