বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শীতলক্ষ্যা তীরের ২১৫৮ সীমানা পিলারের পুনর্জরিপ শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উভয় তীরের আপত্তিকৃত ২১৫৮টি সীমানা নির্ধারণী পিলারের পুনর্জরিপ কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলবে। গতকাল নারায়ণগঞ্জ নদী বন্দরের সোনাকান্দা এলাকা পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন এ কে এম আরিফউদ্দিন, মো. শহীদুল্লাহ, রেজাউল করিম রেজা, এনামুল হক মোল্লা, শবনম পারভীন প্রমুখ। পরে বন্দর এলাকায় শীতলক্ষ্যার তীরে সিটি করপোরেশনের উদ্যোগে নির্মাণাধীন সড়কের কাজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে বৈঠকে বসেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। সৌহার্দ্যমূলক বৈঠকে বিষয়টির নিষ্পত্তি হয়।

সর্বশেষ খবর